ছড়ার ছবি
হাঁ-না নিয়ে
ভাব্নাস্রোতে জোয়ার-ভাঁটা খেলে।
রোজ সে দেখে
টাইম্টেবিলখানা,
ক ' দিন থেকে
ইস্টিশনে প্রত্যহ দেয় হানা।
সামনে দিয়ে যায় আসে রোজ মেল,
গাড়িটা তার প্রত্যহ হয় ফেল।
চিন্তিত ওর মুখের ভাবটা দেখে
এমনি একটা ছবি মনে নিয়েছিলেম
এঁকে।
কৌতূহলে শেষে
একটুখানি উসখুসিয়ে একটুখানি কেশে,
শুধাই তারে ব ' সে তাহার কাছে,
“ কী ভাবতেছেন, বাড়িতে কি মন্দ খবর আছে।
”
বললে বুড়ো, “
কিচ্ছুই নয়, মশায়,
আসল কথা,
আছি শনির দশায়।
তাই ভাবছি কী করা যায়
এবার
ঘোড়দৌড়ে দশটি টাকা বাজি ফেলে দেবার।
আপনি বলুন, কিনব টিকিট আজ কি। ”
আমি বললেম, “ কাজ কী। ”
রাগে বুড়োর গরম হল মাথা ;
বললে, “ থামো, ঢের দেখেছি
পরামর্শদাতা!
কেনার সময় রইবে না আর
আজিকার এই দিন বৈ!
কিনব আমি, কিনব আমি,
যে ক ' রে হোক কিনবই। ”