ছড়ার ছবি
বলছে, ‘ তোমার মরণ হয় না, কাহার বাছনি ও,
পাপের বোঝা বাড়িয়ো না আর, ঘরে ফেরৎ দিয়ো —
আহা, এমন সোনার টুকরো — ' শুনে আগুন মামা ;
বিশ্রী রকম গাল দিয়ে কয়, ‘ মিহি সুরটা থামা। '
এ'কেই বলে মিহি সুর কি, আমি ভাবছি শুনে।
দিন তো গেল কোনোমতে কড়ি বর্‌গা গুনে।
রাত্রি হবে দুপুর, ভাগ্নি ঢুকল ঘরে ধীরে ;
চুপি চুপি বললে কানে, ‘ যেতে কি চাস ফিরে। '
লাফিয়ে উঠে কেঁদে বললেম, ‘ যাব যাব যাব। '
ভাগ্নি বললে, ‘ আমার সঙ্গে সিঁড়ি বেয়ে নাবো —
কোথায় তোমার খুড়ির বাসা অগস্ত্যকুণ্ডে কি,
যে ক ' রে হোক আজকে রাতেই খুঁজে একবার দেখি ;
কালকে মামার হাতে আমার হবেই মুণ্ডপাত। ' —
আমি তো, ভাই, বেঁচে গেলেম, ফুরিয়ে গেল রাত।
 
হেসে বললেম যোগীনদাদার গম্ভীর মুখ দেখে,
ঠিক এমনি গল্প বাবা শুনিয়েছে বই থেকে।
দাদা বললেন, ‘ বিধি যদি চুরি করেন নিজে
পরের গল্প, জানিনে ভাই, আমি করব কী যে। '