পুনশ্চ

                      চললেম আরো আগে।

                           যেতে যেতে সন্ধে হল;

        সময় পেরিয়ে যায় যায়, তখন খুঁজে পেলেম জায়গাটা —

             বলা যেতে পারে ব্যাপারটা তৃপ্তিজনক।

 

মনে পড়ে এ-সব ঘটেছে অনেক কাল আগে,

           আবার ঘটে যেন এই ইচ্ছে, কিন্তু লিখে রাখো —

এই লিখে রাখো — এত দূরে যে আমাদের টেনে নিয়েছিল

        সে কি জন্মের সন্ধানে না মৃত্যুর।

           জন্ম একটা হয়েছিল বটে —

               প্রমাণ পেয়েছি, সন্দেহ নেই।

এর আগে তো জন্মও দেখেছি, মৃত্যুও —

        মনে ভাবতেম তারা এক নয়।

    কিন্তু এই-যে জন্ম এ বড়ো কঠোর —

দারুণ এর যাতনা, মৃত্যুর মতো, আমাদের মৃত্যুর মতোই।

    এলেম ফিরে আপন আপন দেশে, এই আমাদের রাজত্বগুলোয়

        আর কিন্তু স্বস্তি নেই সেই পুরানো বিধিবিধানে

    যার মধ্যে আছে সব অনাত্মীয় আপন দেবদেবী আঁকড়ে ধ'রে।

           আর - একবার মরতে পারলে আমি বাঁচি।