উৎসর্গ

                     নূপুর ছিল ঘরে

                     গিয়েছ পায়ে পরে —

              নিয়েছ হেথা হতে তাই,

               অঙ্গে আর কিছু নাই।

       আকুল কলতানে    শতেক রসনায়

       চরণ ঘেরি তব     কাঁদিছে করুণায়,

       তাহারা হেথাকার      বিরহবেদনায়

              মুখর করে তব পথ।

        জানি না কী এত যে          তোমার ছিল ত্বরা,

       কিছুতে হল না যে            মাথার ভূষা পরা,

       দিতেম খুঁজে এনে             সিঁথিটি মনোহরা —

              রহিল মনে মনোরথ।

       হেলায় - বাঁধা সেই   নূপুর - দুটি পায়ে

              আছে কি পথে গেছে খুলে

              সে কথা ভাবি তরুমূলে।

 

                     অনেক গীতগান

                     করেছি অবসান

               অনেক সকালে ও সাঁজে

               অনেক অবসরে কাজে।

       তাহারি শেষ গান            আধেক লয়ে কানে

       দীর্ঘ পথ দিয়ে       গেছ সুদূর - পানে,

       আধেক - জানা সুরে        আধেক - ভোলা তানে

               গেয়েছ গুন্‌ গুন্‌ স্বরে।

       কেন না গেলে শুনি           একটি গান আরো —

       সে গান শুধু তব,          সে নহে আর কারো —

        তুমিও গেলে চলে             সময় হল তারো,

               ফুটল তব পূজাতরে।

       মাঠের কোন্‌খানে   হারালো শেষ সুর

               যে গান নিয়ে গেল শেষে,

               ভাবি যে তাই অনিমেষে।