উৎসর্গ

                      সে যেন আমার স্মৃতি,

                      কোন্‌ ভাণ্ডারে সঞ্চয় তার

                      গোপনে রয়েছে নিতি।

প্রাণে তাহা কত মুদিয়া রয়েছে

                    কত বা উঠিছে মেলিয়া —

পিতামহদের জীবনে আমরা

                    দুজনে এসেছি খেলিয়া।

 

লক্ষ বরষ আগে যে প্রভাত

                    উঠেছিল এই ভুবনে

তাহার অরুণকিরণকণিকা

                    গাঁথ নি কি মোর জীবনে?

                    সে প্রভাতে কোন্‌খানে

                    জেগেছিনু কেবা জানে।

    কী মুরতি - মাঝে ফুটালে আমারে

                    সেদিন লুকায়ে প্রাণে!

হে চির - পুরানো, চিরকাল মোরে

                    গড়িছ নূতন করিয়া।

চিরদিন তুমি সাথে ছিলে মোর,

                    রবে চিরদিন ধরিয়া।