উৎসর্গ

                      লখিতে।

            বক্ষ সহসা উঠিয়াছে দুলি,

           অকারণে আঁখি উঠেছে আকুলি,

           বুঝেছি হৃদয়ে ফেলেছ চরণ

                      চকিতে।

 

তোমায়      খনে খনে আমি বাঁধিতে চেয়েছি

                   কথার ডোরে।

           চিরকাল - তরে গানের সুরেতে

                   রাখিতে চেয়েছি ধরে।

           সোনার ছন্দে পাতিয়াছি ফাঁদ,

           বাঁশিতে ভরেছি কোমল নিখাদ,

           তবু সংশয় জাগে ধরা তুমি

                       দিলে কি!

           কাজ নাই, তুমি যা খুশি তা করো —

           ধরা না ' ই দাও মোর মন হরো,

           চিনি বা না চিনি প্রাণ উঠে যেন

                      পুলকি।

.