স্ফুলিঙ্গ
      থাকি করজোড়ে—
সব-সেরা আপনিই
      বেছে লয় মোরে।

 

   ১৮০

 

বেদনা দিবে যত
     অবিরত    দিয়ো গো।
তবু এ ম্লান হিয়া
     কুড়াইয়া   নিয়ো গো।
যে ফুল আনমনে
     উপবনে    তুলিলে
কেন গো হেলাভরে
     ধুলা-’পরে ভুলিলে
বিঁধিয়া তব হারে
     গেঁথো তারে   প্রিয় গো।

 

   ১৮১

 

বেদনার অশ্রু-ঊর্মিগুলি
     গহনের তল হতে
      রত্ন আনে তুলি।

 

   ১৮২

 

ভজনমন্দিরে তব
     পূজা যেন নাহি রয় থেমে,
           মানুষে কোরো না অপমান।
যে ঈশ্বরে ভক্তি করো,
     হে সাধক, মানুষের প্রেমে
           তাঁরি প্রেম করো সপ্রমাণ।