স্ফুলিঙ্গ
        সে দেশের দৈন্য হবে ক্ষয়,
              হবে তার জয়।

 

   ৯

 

        অন্নের লাগি মাঠে
লাঙলে মানুষ মাটিতে আঁচড় কাটে।
     কলমের মুখে আঁচড় কাটিয়া
        খাতার পাতার তলে
            মনের অন্ন ফলে।

 

   ১০

 

অপরাজিতা ফুটিল,
      লতিকার
   গর্ব নাহি ধরে—
যেন পেয়েছে লিপিকা
      আকাশের
   আপন অক্ষরে।

 

   ১১

 

অপাকা কঠিন ফলের মতন,
      কুমারী, তোমার প্রাণ
ঘন সংকোচে রেখেছে আগলি
      আপন আত্মদান।

 

   ১২

 

      অবসান হল রাতি।
নিবাইয়া ফেলো কালিমামলিন
      ঘরের কোণের বাতি।