নবজাতক

চলার পথে আগল দিয়ে বসে আছ স্থির —

বাইরে এসো, বাইরে এসো, পরমগম্ভীর।

কেবলই কি প্রবীণ তুমি, নবীন নও কি তাও।

দিনে দিনে ছি ছি কেবল বুড়ো হয়েই যাও।

আশি বছর বয়স হবে ওই যে পিপুলগাছ,

এ আশ্বিনের রোদ্‌দুরে ওর দেখলে বিপুল নাচ?

পাতায় পাতায় আবোল-তাবোল, শাখায় দোলাদুলি,

পান্থ হাওয়ার সঙ্গে ও চায় করতে কোলাকুলি।

ওগো প্রবীণ, চলো এবার সকল কাজের শেষে

নবীন হাসি মুখে নিয়ে চরম খেলার বেশে।