পূরবী
                             প্রাণজাহ্নবীরে।
               তাহারি আবর্তে ফিরে ফিরে
এ পূজার কোনো ফুল নাও যদি ভাসে চিরদিন,
                 বিস্মৃতির তলে হয় লীন,
          তবে তার লাগি, কহো,
             কার সাথে আমার কলহ।
     এই নীলাম্বরতলে তৃণরোমাঞ্চিত ধরণীতে
               বসন্তে বর্ষায় গ্রীষ্মে শীতে
   প্রতিদিবসের পূজা প্রতিদিন করি অবসান
               ধন্য হয়ে ভেসে যাক গান।