নবজাতক

          সেখানে আনাগোনার পথ

              আছে মোর চেনা।

                  সেথাকার দেনা

              শোধ করি — সে নহে কথায় তাহা জানি —

                   তাহার আহ্বান আমি মানি।

দৈন্য সেথা, ব্যাধি সেথা, সেথায় কুশ্রীতা,

              সেথায় রমণী দস্যুভীতা —

     সেথায় উত্তরী ফেলি পরি বর্ম ;

                   সেথায় নির্মম কর্ম ;

সেথা ত্যাগ, সেথা দুঃখ, সেথা ভেরি বাজুক ‘মাভৈঃ’ ;

          শৌখিন বাস্তব যেন সেথা নাহি হই।

                সেথায় সুন্দর যেন ভৈরবের সাথে

                   চলে হাতে-হাতে।