পূরবী
      সেদিন বুঝেছিনু প্রাণে
      ভাষার সীমা কোন্‌খানে,
      বিশ্বহৃদয়ের মাঝে
      বাণীর বীণা কোথা বাজে,
কিসের বেদনা সে বনের বুকে
            কুসুমে ফোটে দিনযামী—
বুঝিনু যবে দোঁহে ব্যাকুল সুখে
            কাঁদিনু তুমি আর আমি।

 

বুঝিনু কী আগুনে ফাগুন-হাওয়া
            গোপনে আপনার দাহে,
      কেন-যে অরুণের করুণ চাওয়া
            নিজেরে মিলাইতে চাহে,
      অকূলে হারাইতে নদী
      কেন যে ধায় নিরবধি,
      বিজুলি আপনার বাণে
      কেন যে আপনারে হানে,
রজনী কী খেলা যে প্রভাত-সনে
            খেলিছে পরাজয়কামী—
বুঝিনু যবে দোঁহে পরান-পণে
            খেলিনু তুমি আর আমি।