পূরবী
            মিলে গেছে বাটে আর মাঠে।
     দীপহীন বাঁধা তরী
     সারা দীর্ঘ রাত ধরি
            দুলিয়া দুলিয়া ওঠে ঘাটে।
     যে শিখা গিয়েছে নিবে
     অগ্নি দিয়ে জ্বেলে দিবে,
            সে আলোতে হতে হবে পার।
     শুনেছি গানের তালে
     সুবাতাস লাগে পালে—
            বীণা ফেলে এসেছি আমার।