পূরবী
            মিলে গেছে সুমধুর
                 ভাগ করে কে লইবে চিনে।
            ওরা এসে বলে, ‘এ কী,
            বুঝাইয়া বলো দেখি।’
                 আমি বলি বুঝাতে পারি নে।

 

ওগো মোর না-পাওয়া গো, শ্রাবণের অশান্ত পবনে
কদম্ববনের গন্ধে জড়িত বৃষ্টির বরিষনে
            আমার পাওয়ার কানে
            জানি নে তো মোর গানে
                 কার কথা বলি আমি কারে।
            ‘কী কহ’ সে যবে পুছে
            তখন সন্দেহ ঘুচে—
                 আমার বন্দনা না-পাওয়ারে।