পূরবী
কালের ঘায়ে সেই তো মরে
অটল বলের গর্বভরে
             থাকতে যে চায় অচল হয়ে।
জানে যারা চলার ধারা
নিত্য থাকে নূতন তারা,
             হারায় যারা রয়ে রয়ে।
ভালোবাসা, তোমারে তাই
মরণ দিয়ে বরিতে চাই,
             চঞ্চলতার লীলা তোমার
                       রইব সয়ে।