পূরবী
         এখনো তোমার সময় আসিল না কি।
         মোর রজনীর ভেঙেছে তিমিরবাঁধ
                            পাও নি কি সংবাদ।
         জেগে-ওঠা প্রাণে উথলিছে ব্যাকুলতা,
         দিকে দিকে আজি রটে নি কি সে বারতা।
                            শোন নি কী গাহে পাখি,
                            হে কালো কাজল আঁখি।

 

         শিশিরশিহরা পল্লব-ঝলমল্‌
         বেণুশাখাগুলি খনে খনে টলমল্‌,
         অকৃপণ বনে ছেয়ে গেল ফুলদল—
                            কিছু না রহিল বাকি।
         এল যে আমার মন-বিলাবার বেলা,
         খেলিব এবার সব-হারাবার খেলা,
            যা-কিছু দেবার রাখিব না আর ঢাকি
                            হে কালো কাজল আঁখি।