সানাই

     ক্লাসের পড়ার উপলক্ষে

          পড়ত বসে ‘ ওড্‌স্‌ টু নাইটিঙ্গেল ',

       না-দেখা কোন্‌ বিদেশবাসী বিহঙ্গমের

                   না-শোনা সংগীতে

          বক্ষে তাদের মোচড় দিত,

       ঝরোখা সব খুলে যেত হৃদয়-বাতায়নে

          ফেনায়িত সুনীল শূন্যতায়

               উজাড় পরীস্থানে।

 

               বরষ-কয়েক যেতেই

       চোখে তাদের জুড়িয়ে গেল দৃষ্টি দহন

               মরীচিকায়-পাগল হরিণীর।

          ছেঁড়া মোজা শেলাই করার এল যুগান্তর,

     বাজারদরের ঠকা নিয়ে চাকরগুলোর সঙ্গে বকাবকির,

          চা-পান-সভায় হাঁটুজলের সখ্যসাধনার।

     কিন্তু আমার স্বভাব বশে

          ঘোর ভাঙে নি যখন ভোলামনে

               এলুম তোমার কাছাকাছি।

 

চেনাশোনার প্রথম পালাতেই

     পড়ল ধরা, একেবারে দুর্লভ নও তুমি —

          আমার লক্ষ্য-সন্ধানেরই আগেই

               তোমার দেখি আপনি বাঁধন-মানা।

                    হায় গো রাজার পুত্র,

          একটু পরশ দেবামাত্র পড়ল মুকুট খ' সে

                   আমার পায়ের কাছে,

          কটাক্ষেতে চেয়ে তোমার মুখে

             হেসেছিলুম আবিল চোখের বিহ্বলতায়।

                 তাহার পরে হঠাৎ কবে মনে হল —

                   দিগন্ত মোর পাংশু হয়ে গেল,

                 মুখে আমার নামল ধূসর ছায়া ;

পাখির কণ্ঠে মিইয়ে গেল গান,