সানাই

নিষ্ঠুর তার চরণতাড়নে

            বিঘ্ন পড়িছে খসে,

বিধাতারে হানে ভর্ৎসনাবাণী

          বজ্রের নির্ঘোষে।

নিলাজ ক্ষুধায় অগ্নি বরষে

          নিঃসংকোচ আঁখি,

ঝড়ের বাতাসে অবগুণ্ঠন

          উড্ডীন থাকি থাকি।

 

মুক্ত বেণীতে, স্রস্ত আঁচলে,

          উচ্ছৃঙ্খল সাজে

     দেখা যা য় ওর মাঝে

অনাদি কালের বেদনার উদ্‌বোধন —

সৃষ্টিযুগের   প্রথম রাতের রোদন —

যে-নবসৃষ্টি অসীম কালের

          সিংহদুয়ারে থামি

হেঁকেছিল তার প্রথম মন্ত্রে

           ‘ এই আসিয়াছি আমি '।