সানাই

                   ক্ষীণ কুয়াশায়

                        অস্পষ্ট হয়েছে বালি।

          সায়াহ্নের মলিন সোনালি

                        পলে পলে

     বদল করিছে রঙ মসৃণ তরঙ্গহীন জলে।

 

     বাহিরেতে বাণী মোর হল শেষ,

অন্তরের তারে তারে ঝংকারে রহিল তার রেশ।

     অফলিত প্রতীক্ষার সেই গাথা আজি

কবিরে পশ্চাতে ফেলি শূন্যপথে চলিয়াছে বাজি।

               কোথায় রহিল তার সাথে

     বক্ষস্পন্দে-কম্পমান সেই স্তব্ধ রাতে

                    সেই সন্ধ্যাতারা।

               জন্মসাথিহারা

কাব্যখানি পাড়ি দিল চিহ্নহীন কালের সাগরে

                   কিছুদিন তরে ;

               শুধু একখানি

                   সূত্রছিন্ন বাণী

          সেদিনের দিনান্তের মগ্নস্মৃতি হতে

                         ভেসে যায় স্রোতে।