কড়ি ও কোমল

     ছাড়িয়ে চলিয়া গেলে কাঁদি তাই একা

          বিরহের সমুদ্রের তীরে।

     অনন্তের মাঝখানে দু - দন্ডের দেখা

          তাও কেন রাহু এসে ঘিরে!

     মৃত্যু যেন মাঝে মাঝে দেখা দিয়ে যায়,

          পাঠায় সে বিরহের চর।

     সকলেই চলে যাবে, পড়ে রবে হায়

          ধরণীর শূন্য খেলাঘর।

 

     গ্রহ তারা ধূমকেতু কত রবি শশী

          শূন্য ঘেরি জগতের ভিড়,

     তারি মাঝে যদি ভাঙে, যদি যায় খসি

          আমাদের দু - দন্ডের নীড় —

     কোথায় কে হারাইব! কোন্‌ রাত্রিবেলা

          কে কোথায় হইব অতিথি!

     তখন কি মনে রবে দু - দিনের খেলা,

          দরশের পরশের স্মৃতি!

 

     তাই মনে করে কি রে চোখে জল আসে

          একটুকু চোখের আড়ালে!

     প্রাণ যারে প্রাণের অধিক ভালোবাসে

          সেও কি রবে না এক কালে!

     আশা নিয়ে এ কি শুধু খেলাই কেবল —

           সুখ দুঃখ মনের বিকার!

     ভালোবাসা কাঁদে, হাসে , মোছে অশ্রুজল,

          চায়, পায়, হারায় আবার।