বলাকা

     এই তোর নব বৎসরের আশীর্বাদ,

          এই তোর রুদ্রের প্রসাদ

          ভয় নাই, ভয় নাই, যাত্রী—

     ঘরছাড়া দিক‍্‌হারা অলক্ষ্মী তোমার বরদাত্রী।

 

     পুরাতন বৎসরের জীর্ণক্লান্ত রাত্রি

          ওই কেটে গেল, ওরে যাত্রী।

                        এসেছে নিষ্ঠুর,

          হোক রে দ্বারের বন্ধ দূর,

          হোক রে মদের পাত্র চুর।

     নাই বুঝি, নাই চিনি, নাই তারে জানি,

          ধরো তার পাণি ;

     ধ্বনিয়া উঠুক তব হৃৎকম্পনে তার দীপ্ত বাণী।

                          ওরে যাত্রী

     গেছে কেটে, যাক কেটে পুরাতন রাত্রি।