বলাকা

              যে আসিল ছিনু অন্যমনে,

          যাহারে দেখি নি চেয়ে নয়নের কোণে,

              যারে নাহি চিনি,

          যার ভাষা বুঝিতে পারি নি,

অর্ধরাতে দেখা দিবে বারে বারে তারি মুখ নিদ্রাহীন চোখে

          রজনীগন্ধার গন্ধে তারার আলোকে।

     বারে বারে - ফিরে-যাওয়া অন্ধকারে বাজিবে হৃদয়ে

          বারে বারে-ফিরে-আসা হয়ে।