শিশু

      একটি সে তো পরতে পেল না।

ফুল সে ফোটে ফুল যে ঝরে যায়—

      ফুল নিয়ে যে আর-সকলে পরে,

ফিরে এসে সে যদি দাঁড়ায়,

      একটিও যে রইবে না তার তরে।

 

খেলত যারা তারা খেলতে গেছে,

      হাসত যারা তারা আজো হাসে,

তার তরে তো কেহই বসে নেই,

      মা যে কেবল রয়েছে তার আশে।

হায় রে বিধি, সব কি ব্যর্থ হবে—

      ব্যর্থ হবে মায়ের ভালোবাসা।

কত জনের কত আশা পূরে,

      ব্যর্থ হবে মার প্রাণেরই আশা।