কড়ি ও কোমল

আপনি গণিছে আপন নিশ্বাস,

    ধুলা করিতেছে জড়ো।

সুখদুঃখ লয়ে অনন্ত সংগ্রাম,

    জগতের রঙ্গভূমি —

হেথায় কে চায় ভীরুর বিশ্রাম,

    কেন গো ঘুমাও তুমি।

ডুবিছ ভাসিছ অশ্রুর হিল্লোলে,

    শুনিতেছ হাহাকার —

তীর কোথা আছে দেখো মুখ তুলে,

    এ সমুদ্র করো পার।

মহা কলরবে সেতু বাঁধে সবে,

    তুমি এসো, দাও যোগ —

বাধার মতন জড়াও চরণ

    এ কী রে করম - ভোগ।

তা যদি না পারো সরো তবে সরো,

    ছেড়ে দাও তবে স্থান,

ধুলায় পড়িয়া মরো তবে মরো —

    কেন এ বিলাপগান!

 

ওরে চেয়ে দেখ্‌ মুখ আপনার,

    ভেবে দেখ্‌ তোরা কারা,

মানবের মতো ধরিয়া আকার,

    কেন রে কীটের পারা?

আছে ইতিহাস, আছে কুলমান,

    আছে মহত্ত্বের খনি —

পিতৃপিতামহ গেয়েছে যে গান

    শোন্‌ তার প্রতিধ্বনি।

খুঁজেছেন তাঁরা চাহিয়া আকাশে

    গ্রহতারকার পথ,

জগৎ ছাড়ায়ে অসীমের আশে

    উড়াতেন মনোরথ।

চাতকের মতো সত্যের লাগিয়া