শিশু

সইতে যদি না পারে ও,

      কেঁদে যদি চলে যায়—

এ-ধরণীর পাষাণ-প্রাণে

      ফুলের মতো ঝরে যায়।

ও যে আমার শিশির কণা,

      ও যে আমার সাঁঝের তারা—

কবে এল কবে যাবে

      এই ভয়তে হই রে সারা।