শিশু

     ওই আমাদের বিধু              ছিট পরিয়াছে শুধু,

                  মোর গায়ে সাটিনের জামা। '

 

    মা শুনি কহেন আসি            লাজে অশ্রুজলে ভাসি

                  কপালে করিয়া করাঘাত,

     ‘হই দুঃখী হই দীন              কাহারো রাখি না ঋণ,

                  কারো কাছে পাতি নাই হাত।

 

     তুমি আমাদেরই ছেলে          ভিক্ষা লয়ে অবহেলে

                  অহংকার কর ধেয়ে ধেয়ে!

     ছেঁড়া ধুতি আপনার              ঢের বেশি দাম তার

                  ভিক্ষা-করা সাটিনের চেয়ে।

 

     আয় বিধু, আয় বুকে,          চুমো খাই চাঁদমুখে,

                  তোর সাজ সব চেয়ে ভালো।

     দরিদ্র ছেলের দেহে              দরিদ্র বাপের স্নেহে

                  ছিটের জামাটি করে আলো। '