পরিশেষ

                 দেয় ঠেলা,

           করে হাসাহাসি।

           রুচি আশা অভিলাষ

                 যা মিশিয়ে জীবনের স্বাদ,

           তার হল রসবিপর্যয়।

 

      আমাদের সেকালকে যে সঙ্গ দিয়েছি

           যতই সামান্য হোক মূল্য তার

      তবু সেই সঙ্গসূত্রে গাঁথা হয়ে মানুষে মানুষে

                 রচেছিল যুগের স্বরূপ —

           আমার সে সঙ্গ আজ

      মেলে না যে তোমাদের প্রত্যহের মাপে।

      কালের নৈবেদ্যে লাগে যে-সকল আধুনিক ফুল

           আমার বাগানে ফোটে না সে।

      তোমাদের যে বাসার কোণে থাকি

           তার খাজনার কড়ি হাতে নেই।

      তাই তো আমাকে দিতে হবে

           বড়ো কিছু দান

                দানের একান্ত দুঃসাহসে।

      উপস্থিত কালের যা দাবি

           মিটাবার জন্যে সে তো নয় —

      তাই যদি সেই দান তোমাদের রুচিতে না লাগে,

           তবে তার বিচার সে পরে হবে।

      তবু যা সম্বল আছে তাই দিয়ে

      একালের ঋণ শোধ ক ' রে অবশেষে

           ঋণী তারে রেখে যাই যেন।

      যা আমার লাভক্ষতি হতে বড়ো,

           যা আমার সুখদুঃখ হতে বেশি —

      তাই যেন শেষ করে দিয়ে চলে যাই

           স্তুতি নিন্দা হিসাবের অপেক্ষা না রেখে।