পরিশেষ

           অসীমের দান

ক্ষণিকের করপুটে, তার পরিমাণ

      সময়ের মাপে নহে।

কাল ব্যাপি রহে নাই রহে

      তবু সে মহান ;

যতক্ষণ আছে তারে মূল্য দাও পণ করি প্রাণ।

      ধায় যবে বিদায়ের রথ

জয়ধ্বনি করি তারে ছেড়ে দাও পথ

      আপনারে ভুলি ।

           যতটুকু ধূলি

      আজ তুমি করি অধিকার

তার মাঝে কী রহে না, তুচ্ছ সে বিচার।

           বিরাটের মাঝে

এক রূপে নাই হয়ে অন্য রূপে তাহাই বিরাজে।

      ছেড়ে এসো আপনার অন্ধকূপ,

মুক্তাকাশে দেখো চেয়ে প্রলয়ের আনন্দস্বরূপ।

      ওরে শোকাতুর , শেষে

শোকের বুদ্‌বুদ তোর অশোক-সমুদ্রে যাবে ভেসে।