বলাকা

                          জ্যোৎস্না তারে করিছে করুণ।

 

                         সম্রাটমহিষী,

তোমার প্রেমের স্মৃতি সৌন্দর্যে হয়েছে মহীয়সী।

              সে-স্মৃতি তোমারে ছেড়ে

                 গেছে বেড়ে

                     সর্বলোকে

                       জীবনের অক্ষয় আলোকে।

      অঙ্গ ধরি সে - অনঙ্গস্মৃতি

বিশ্বের প্রীতির মাঝে মিলাইছে সম্রাটের প্রীতি।

          রাজ-অন্তঃপুর হতে আনিল বাহিরে

গৌরবমুকুট তব, পরাইল সকলের শিরে

          যেথা   যার রয়েছে প্রেয়সী

রাজার প্রাসাদ হতে দীনের কুটিরে—

তোমার প্রেমের স্মৃতি সবারে করিল মহীয়সী।

 

              সম্রাটের মন,

                             সম্রাটের ধনজন

এই রাজকীর্তি হতে করিয়াছে বিদায়গ্রহণ।

              আজ সর্বমানবের অনন্ত বেদনা

                  এ পাষাণ-সুন্দরীরে

                           আলিঙ্গনে ঘিরে

                  রাত্রিদিন করিছে সাধনা।