শিশু

           দিয়ে যাব তোরে নুকিয়ে,

খুশি হবি তুই, খুশি হব আমি,

           বাস্‌, সব যাবে চুকিয়ে।

 

কিছু দিয়ে-থুয়ে চিরদিন-তরে

           কিনে রেখে দেব মন তোর—

এমন আমার মন্ত্রণা নেই,

           জানি নে ও হেন মন্তর।

নবীন জীবন, বহুদূর পথ

           পড়ে আছে তোর সুমুখে;

স্নেহরস মোরা যেটুকু যা দিই

           পিয়ে নিস এক চুমুকে।

সাথিদলে জুটে চলে যাস ছুটে

          নব আশে নব পিয়াসে,

যদি ভুলে যাস, সময় না পাস,

          কী যায় তাহাতে কী আসে।

মনে রাখিবার চির-অবকাশ

          থাকে আমাদেরই বয়সে,

বাহিরেতে যার না পাই নাগাল

           অন্তরে জেগে রয় সে।

 

পাষাণের বাধা ঠেলেঠুলে নদী

           আপনার মনে সিধে সে

কলগান গেয়ে দুই তীর বেয়ে

           যায় চলে দেশ-বিদেশে—

যার কোল হতে ঝরনার স্রোতে

           এসেছে আদরে গলিয়া

তারে ছেড়ে দূরে যায় দিনে দিনে

           অজানা সাগরে চলিয়া।

অচল শিখর ছোটো নদীটিরে

           চিরদিন রাখে স্মরণে—

যতদূর যায় স্নেহধারা তার