পরিশেষ

           সে তব রচনা-মাঝে

           সব ভাবনায় কাজে

                 তারা যেন উঠে রূপ ধরি,

           তারা যেন দেয় আনি

           তোমার বাণীতে বাণী

                 তোমার প্রাণেতে প্রাণ ভরি।

           সুখী হও, সুখী রহো

           পূর্ণ করো অহরহ

                 শুভকর্মে জীবনের ডালা,

           পুণ্যসূত্রে দিনগুলি

           প্রতিদিন গেঁথে তুলি

                 রচি লহো নৈবেদ্যের মালা।

           সমুদ্রের পার হতে

           পূর্বপবনের স্রোতে

                 ছন্দের তরণীখানি ভ ' রে

           এ প্রভাতে আজই তোরই

           পূর্ণতার দিন স্মরি

                 আশীর্বাদ পাঠাইনু তোরে।