বলাকা

          ভুলে থাকা, নয় সে তো ভোলা ;

বিস্মৃতির মর্মে বসি রক্তে মোর দিয়েছ যে দোলা।

          নয়নসম্মুখে তুমি নাই,

     নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই ;

              আজি তাই

     শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল।

              আমার নিখিল

     তোমাতে পেয়েছে তার অন্তরের মিল।

          নাহি জানি, কেহ নাহি জানে

          তব সুর বাজে মোর গানে ;

              কবির অন্তরে তুমি কবি,

     নও ছবি, নও ছবি, নও শুধু ছবি।

     তোমারে পেয়েছি কোন্‌ প্রাতে,

          তার পরে হারায়েছি রাতে।

   তার পরে অন্ধকারে অগোচরে তোমারেই লভি।

          নও ছবি, নও তুমি ছবি।