শিশু

একজনেতে নাম রাখবে

            কখন অন্নপ্রাশনে,

বিশ্বসুদ্ধ সে নাম নেবে—

            ভারি বিষম শাসন এ।

নিজের মনের মতো সবাই

            করুন কেন নামকরণ—

বাবা ডাকুন চন্দ্রকুমার,

            খুড়ো ডাকুন রামচরণ।

ঘরের মেয়ে তার কি সাজে

            সঙস্কৃত নামটা ওই।

এতে কারো দাম বাড়ে না

            অভিধানের দামটা বৈ।

আমি বাপু, ডেকেই বসি

             যেটাই মুখে আসুক-না—

যারে ডাকি সেই তা বোঝে,

            আর সকলে হাসুক-না—

একটি ছোটো মানুষ তাঁহার

            একশো রকম রঙ্গ তো।

এমন লোককে একটি নামেই

            ডাকা কি হয় সংগত।