শিশু

মায়ের কথা পড়ছে মনে,

           কাঁদছে পরান মন।

 

সন্ধে হলে জোনাই জ্বলে

           পাতায় পাতায়,

অশথ গাছে দুটি তারা

           গাছের মাথায়।

বাতাস বওয়া বন্ধ হল,

           স্তব্ধ পাখির ডাক,

থেকে থেকে করছে কা - কা

           দুটো - একটা কাক।

পশ্চিমেতে ঝিকিমিকি,

           পুবে আঁধার করে—

সাতটি ভায়ে গুটিসুটি

           চাঁপা ফুলের ঘরে।

‘গল্প বলো পারুলদিদি’

           সাতটি চাঁপা ডাকে,

পারুলদিদির গল্প শুনে

           মনে পড়ে মাকে।

 

প্রহর বাজে, রাত হয়েছে,

            ঝাঁ ঝাঁ করে বন—

ফুলের মাঝে ঘুমিয়ে প’ল

             আটটি ভাই বোন।

সাতটি তারা চেয়ে আছে

            সাতটি চাঁপার বাগে,

চাঁদের আলো সাতটি ভায়ের

            মুখের ’পরে লাগে।

ফুলের গন্ধ ঘিরে আছে

            সাতটি ভায়ের তনু—

কোমন শয্যা কে পেতেছে

            সাতটি ফুলের রেণু।

ফুলের মধ্যে সাত ভায়েতে

             স্বপ্ন দেখে মাকে—

সকাল বেলা ‘জাগো জাগো’

            পারুলদিদি ডাকে।