পরিশেষ

      জ্বালায় মানবলোকালয়ে প্রলয়বহ্নিশিখা,

              লোভের জালে বিশ্বজগৎ ঘেরে,

ভেবে না পাই কে বাঁচাবে আপন-হানা অন্ধ মানুষেরে।

 

হেনকালে স্নিগ্ধ ছায়ায় হঠাৎ কোকিল ডাকে

              ফুল্ল অশোকশাখে ;

              পরশ করে প্রাণে

        যে শান্তিটি সব-প্রথমে, যে শান্তিটি সবার অবসানে,

যে শান্তিতে জানায় আমায় অসীম কালের অনির্বচনীয় —

                 ‘ তুমি আমার প্রিয়। '