পরিশেষ

          বিচিত্রা হে, বিচিত্রা,

কালো গগনে ডেকেছে ঘন দেয়া।

          প্রাণের সেই ঢেউয়ের তালে

                 বাজালে তুমি বীণ,

          ব্যথায় মোর জাগায়ে নিয়ে

                 তারের রিনিরিন।

          পালের ' পরে দিয়েছ বেগে

                 সুরের হাওয়া তুলে,

          সহসা বেয়ে নিয়েছ তরী

                 অপূর্বেরি কূলে।

 

          চৈত্রমাসে শুক্ল নিশা

          জুঁহি - বেলির গন্ধে মিশা ;

জলের ধ্বনি তটের কোলে কোলে

                 বিচিত্রা হে, বিচিত্রা,

অনিদ্রারে আকুল করি তোলে।

         যৌবনে সে উতল রাতে

         করুণ কার চোখে

সোহিনী রাগে মিলাতে মিড়

          চাঁদের ক্ষীণালোকে।

কাহার ভীরু হাসির'পরে

         মধুর দ্বিধা ভরি

শরমে-ছোঁয়া নয়নজল

        কাঁপাতে থরথরি।

 

         হঠাৎ কভু জাগিয়া উঠি

         ছিন্ন করি ফেলেছ টুটি

নিশীথিনীর মৌন যবনিকা,

         বিচিত্রা হে, বিচিত্রা,

হেনেছ তারে বজ্রানলশিখা।

          গভীর রবে হাঁকিয়া গেছ,

                 ‘ অলস থেকো না গো। '