কড়ি ও কোমল

        খেলাধূলা পড়ে না কি মনে,

        কত কথা স্নেহের স্মরণে।

সুখে দুখে শত ফেরে সে - কথা জড়িত যে রে,

                সেও কি ফুরাবে!

                হায়, কোথা যাবে!

 

        চিরদিন তরে হবে পর,

        এ - ঘর রবে না তব ঘর।

যারা ওই কোলে যেত, তারাও পরের মতো,

                বারেক ফিরেও নাহি চাবে।

                      হায়, কোথা যাবে!

 

            হায়, কোথা যাবে!

যাবে যদি, যাও যাও, অশ্রু তব মুছে যাও,

      এইখানে দুঃখ রেখে যাও।

যে বিশ্রাম চেয়েছিলে, তাই যেন সেথা মিলে —

              আরামে ঘুমাও।

              যাবে যদি, যাও।