শিশু

            আসে জলের ছাট—

বল্‌ গো আমায় কোথায় আছে

            তেপান্তরের মাঠ।

 

কোন্‌ সাগরের তীরে মা গো,

            কোন্‌ পাহাড়ের পারে,

কোন্‌ রাজাদের দেশে মা গো,

            কোন্‌ নদীটির ধারে।

কোনোখানে আল বাঁধা তার

            নাই ডাইনে বাঁয়ে?

পথ দিয়ে তার সন্ধেবেলায়

            পৌঁছে না কেউ গাঁয়ে?

সারা দিন কি ধূ ধূ করে

            শুকনো ঘাসের জমি?

একটি গাছে থাকে শুধু

            ব্যাঙ্গমা - বেঙ্গমী?

সেখান দিয়ে কাঠকুড়ুনি

            যায় না নিয়ে কাঠ?

বল্‌ গো আমায় কোথায় আছে

            তেপান্তরের মাঠ।

 

এমনিতরো মেঘ করেছে

          সারা আকাশ ব্যেপে,

রাজপুত্তুর যাচ্ছে মাঠে

          একলা ঘোড়ায় চেপে।

গজমোতির মালাটি তার

          বুকের ‘পরে নাচে—

রাজকন্যা কোথায় আছে

          খোঁজ পেলে কার কাছে।

মেঘে যখন ঝিলিক মারে

          আকাশের এক কোণে

দুয়োরানী - মায়ের কথা