শিশু

আঁধার গলি, লোক বেশি না চলে,

গ্যাসের আলো মিট্‌মিটিয়ে জ্বলে,

লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে

       দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়।

রাত হয়ে যায় দশটা এগারোটা

       কেউ তো কিছু বলে না তার লাগি।

ইচ্ছে করে পাহারওলা হয়ে

       গলির ধারে আপন মনে জাগি।