কড়ি ও কোমল

          অবশেষে করে পরাজয়।

  এই যে রে মরুস্থল,               দাবদগ্ধ ধরাতল,

           এইখানে ছিল ‘পুরাতন' —

একদিন ছিল তার                  শ্যামল যৌবনভার,

          ছিল তার দক্ষিণপবন।

যদি রে সে চলে গেল,             সঙ্গে যদি নিয়ে গেল

          গীত গান হাসি ফুল ফল —

শুষ্ক স্মৃতি কেন মিছে              রেখে তবে গেল পিছে,

          শুষ্ক শাখা শুষ্ক ফুলদল।

সে কি চায় শুষ্ক বনে               গাহিবে বিহঙ্গগণে

          আগে তারা গাহিত যেমন।

আগেকার মতো করে              স্নেহে তার নাম ধরে

          উচ্ছ্বসিবে বসন্তপবন?

নহে নহে, সে কি হয়!             সংসার জীবনময়,

          নাহি হেথা মরণের স্থান।

আয় রে, নূতন, আয়,              সঙ্গে করে নিয়ে আয়,

          তোর সুখ, তোর হাসি গান।

ফোটা নব ফুলচয়,                  ওঠা নব কিশলয়,

          নবীন বসন্ত আয় নিয়ে।

যে যায় সে চলে যাক,             সব তার নিয়ে যাক,

          নাম তার যাক মুছে দিয়ে।

এ কি ঢেউ - খেলা হায়,   এক আসে, আর যায়,

          কাঁদিতে কাঁদিতে আসে হাসি,

বিলাপের শেষ তান                না হইতে অবসান

          কোথা হতে বেজে ওঠে বাঁশি।

আয় রে কাঁদিয়া লই                শুকাবে দু - দিন বই

          এ পবিত্র অশ্রুবারিধারা।

সংসারে ফিরিব ভুলি,              ছোটো ছোটো সুখগুলি,

           রচি দিবে আনন্দের কারা।

না রে, করিব না শোক,            এসেছে নূতন লোক,

          তারে কে করিবে অবহেলা।

সেও চলে যাবে কবে,               গীত গান সাঙ্গ হবে,

          ফুরাইবে দু - দিনের খেলা।