সোনার তরী

           রোদনা।

অমন দীননয়নে তুমি

            চেয়ো না।

 

 

এসেছ তুমি গলায় মালা

         ধরিয়া —

নবীন বেশ, শোভন ভূষা

         পরিয়া।

হেথায় কোথা কনক-থালা,

কোথায় ফুল, কোথায় মালা —

বাসরসেবা করিবে কে বা

         রচনা?

অমন দীননয়নে তুমি

          চেয়ো না।

 

ভুলিয়া পথ এসেছ, সখা,

         এ ঘরে।

অন্ধকারে মালা-বদল

          কে করে!

সন্ধ্যা হতে কঠিন ভুঁয়ে

একাকী আমি রয়েছি শুয়ে,

নিবায়ে দীপ জীবননিশি

         যাপনা!

অমন দীননয়নে আর

         চেয়ো না।