কল্পনা

চিনি দূর হতে, ফিরে আসি ঘরে

     না ভুলি আলেয়া-ছলনে।

এ পারে দুয়ার রুদ্ধ, জননী,

     এ পরপুরীর ভবনে।

 

তোমার বনের ফুলের গন্ধ

     আসিছে সন্ধ্যাসমীরে।

শেষ গান গাহে তোমার কোকিল

     সুদূরকুঞ্জতিমিরে।

পথে কোনো লোক নাহি আর বাকি,

গহন কাননে জ্বলিছে জোনাকি,

আকুল অশ্রু ভরি দুই আঁখি

     উচ্ছ্বসি উঠে অধীরে।

‘তোরা যে আমার’ ডাকো একবার

     দাঁড়ায়ে দুয়ার-বাহিরে।