শিশু

ভাঙা পুতুল গড়ায় ভুঁয়ে

     সকল বেলা,

যেন তারা কেবল শুধু

     মাটির ঢেলা।

দিঘি থাকে নীরব হয়ে

     দিবারাত্র,

নাগকন্যের কথা যেন

     গল্পমাত্র।

সুখদুঃখ এম্‌নি বুকে

     চেপে রহে,

যেন তারা কিছুমাত্র

     গল্প নহে।

যেমন আছে তেম্‌নি থাকে

     যে যাহা তাই—

আর যে কিছু হবে এমন

     ক্ষমতা নাই।

বিশ্বগুরু-মশায় থাকেন

     কঠিন হয়ে,

আমরা থাকি জগৎ-পিতার

     বিদ্যালয়ে।