শিশু

  সর্ব-ইতিহাস-হীন

          রাজার রাজত্ব হতে হাওয়া,

   তারি যদি এক ধারে

        পাই আমি বসিবারে

          দেখি কারা করে আসা-যাওয়া।

   তাহারা অদ্ভুত লোক,

   নাই কারো দুঃখ শোক,

          নেই তারা কোনো কর্মে কাজে,

   চিন্তাহীন মৃত্যুহীন

   চলিয়াছে চিরদিন

          খোকাদের গল্পলোক-মাঝে।

   সেথা ফুল গাছপালা

   নাগকন্যা রাজবালা

          মানুষ রাক্ষস পশু পাখি,

    যাহা খুশি তাই করে,

    সত্যেরে কিছু না ডরে,

          সংশয়েরে দিয়ে যায় ফাঁকি।