ছবি ও গান

বিন্দু বিন্দু ধীরে ধীরে                  অশ্রু পড়ে অশ্রুনীরে,

                   নিশ্বাস উঠিছে থেকে থেকে।

সেই পুরাতন স্নেহে                             হাতটি বুলাও দেহে,

                   মাথাটি বুকেতে তুলে রাখি —

কথা কও নাহি কও                             চোখে চোখে চেয়ে রও,

                   আঁখিতে ডুবিয়া যাক আঁখি।