মহুয়া

                   বক্ষ তোমার দোলে,

              রক্ত নাচে ত্রাসের উতরোলে।

     স্তব্ধ আছে তরুশ্রেণী মরণছায়া ঢাকা,

               শূন্যে ওড়ে অদৃশ্য কোন্‌ পাখা।

আমি পথিক যাব-যে কোন্‌ দূরে ;

                তুমি রাজার পুরে

                    মাঝে মাঝে কাজের অবসরে

          বাহির হয়ে আসবে হোথায় ওই অলিন্দ- ' পরে,

        দেখবে চেয়ে অকারণে স্তব্ধ নেত্রপাতে

                        গোধূলিবেলাতে

              বনের সবুজ তরঙ্গ পারায়ে

     নদীর প্রান্তরেখায় যে পথ গিয়েছে হারায়ে।

              তোমার ইচ্ছা চলবে কল্পনাতে

          সুদূর পথে আভাসরূপী সেই অজানার সাথে

             পান্থ যে জন নিত্য চলে যায়।

              আমি পথিক হায়,

     পিছন-পানে এই বিদেশের সুদূর সৌধশিরে

              ইচ্ছা আমার পাঠাই ফিরে ফিরে

   ছায়ায়-ঢাকা আধেক-দেখা তোমার বাতায়নে,

যে মুখ তোমার লুকিয়ে ছিল সে মুখ আঁকি মনে।