ছবি ও গান
অতি দূর অশথের ছায়ে             মিশায়ে কে গেল রে,
          রমণী দাঁড়ায়ে জোছনায়।
সীমাহীন জগতের মাঝে           আশা তার হারায়ে গেল,
          আজি এই গভীরে নিশীথে,
শূন্য অন্ধকারখানি                           মলিন মুখশ্রী নিয়ে
          দাঁড়িয়ে রহিল একভিতে।
 
          পশ্চিমের আকাশসীমায়
          চাঁদখানি অস্তে যায় যায়।
ছোটো ছোটো মেঘগুলি          সাদা সাদা পাখা তুলি
          চলে যায় চাঁদের চুমো নিয়ে,
আঁধার গাছের ছায়                   ডুবু ডুবু জোছনায়
          ম্লানমুখী রমণী দাঁড়িয়ে।