কথা

‘ হৃদয়ের মাঝে পেতেছি শুনিতে

        দৈববাণীর মতো —

‘ উঠিয়া দাঁড়াও আপন আলোতে,

ওই চেয়ে দেখো কতদূর হতে

তোমার কাছেতে ধরা দিবে ব’লে

       আসে লোক কত শত।

 

 

‘‘ ওই শোনো শোনো কল্লোলধ্বনি,

        ছুটে হৃদয়ের ধারা।

স্থির থাকো তুমি, থাকো তুমি জাগি

প্রদীপের মতো আলস তেয়াগি,

এ নিশীথমাঝে তুমি ঘুমাইলে

        ফিরিয়া যাইবে তারা।’

 

 

‘ ওই চেয়ে দেখো দিগন্ত - পানে

        ঘনঘোর ঘটা অতি।

আসিতেছে ঝড় মরণেরে লয়ে —

তাই বসে বসে হৃদয় - আলয়ে

জ্বালাতেছি আলো, নিবিবে না ঝড়ে,

        দিবে অনন্ত জ্যোতি।

 

 

‘ যাও তবে সাহু, যাও রামদাস,

        ফিরে যাও সখাগণ।

এসো দেখি সবে যাবার সময়

বলো দেখি সবে ‘ গুরুজির জয় ',

দুই হাত তুলি বলো ‘ জয় জয়

        অলখ নিরঞ্জন’।’