কথা

‘ শত বার করে মৃত্যু ডিঙায়ে

       পড়ি জীবনের পাড়ে।

প্রান্তগগনে তারা অনিমিখ

নিশীথতিমিরে দেখাইছে দিক,

লোকের প্রবাহ ফেনায়ে ফেনায়ে

         গরজিছে দুই ধারে।

 

 

‘ কভু অমানিশা নীরব নিবিড়,

         কভু বা প্রখর দিন।

কভু বা আকাশে চারি - দিক - ময়

বজ্র লুকায়ে মেঘ জড়ো হয়,

কভু বা ঝটিকা মাথার উপরে

         ভেঙে পড়ে দয়াহীন।

 

 

‘‘ আয় আয় আয়' ডাকিতেছি সবে,

         আসিতেছে সবে ছুটে।

বেগে খুলে যায় সব গৃহদ্বার,

ভেঙে বাহিরায় সব পরিবার,

সুখ সম্পদ মায়া মমতার

         বন্ধন যায় টুটে।

 

 

‘ সিন্ধুমাঝারে মিশিছে যেমন

        পঞ্চ নদীর জল,

আহ্বান শুনে কে কারে থামায়,

ভক্তহৃদয় মিলিছে আমায়,

পঞ্জাব জুড়ি উঠিছে জাগিয়া

        উন্মাদ কোলাহল।