কথা

সপ্তাহকালে সাত শত প্রাণ

          নিঃশেষ হয়ে গেলে

বন্দার কোলে কাজি দিল তুলি

          বন্দার এক ছেলে।

কহিল, ‘ ইহারে বধিতে হইবে

          নিজহাতে অবহেলে।'

          দিল তার কোলে ফেলে

কিশোর কুমার, বাঁধা বাহু তার,

          বন্দার এক ছেলে।

 

 

          কিছু না কহিল বাণী,

বন্দা সুধীরে ছোটো ছেলেটিরে

         লইল বক্ষে টানি।

ক্ষণকালতরে মাথার উপরে

         রাখে দক্ষিণ পাণি,

শুধু একবার চুম্বিল তার

         রাঙা উষ্ণীষখানি।

 

 

তার পরে ধীরে কটিবাস হতে

         ছুরিকা খসায়ে আনি

         বালকের মুখ চাহি

‘ গুরুজির জয়' কানে কানে কয়,

         ‘ রে পুত্র, ভয় নাহি।'

নবীন বদনে অভয় কিরণ

          জ্বলি উঠি উৎসাহি -

কিশোর কণ্ঠে কাঁপে সভাতল

          বালক উঠিল গাহি

‘ গুরুজির জয়! কিছু নাহি ভয় '

          বন্দার মুখ চাহি।